মানুষ সে বুদ্ধিবলে বিপদে ত্রাণ ,
বাঁচিয়ে তোলে মানুষ, মুমূর্ষু জান ।
সক্ষম সজীবে পার, আপন ক্ষয় ,
কঠিন পরিস্থতি তারে করে জয় ।


মাত্র হারে, চামচিকি । তারে কাঁদায় ,
আসে না প্রতিকারে ,মানব মাথায় ।
ভুক্তভোগী মানুষ নানা চিন্তা করে -
ঘরে দিলে আগুন চামচিকি মরে ।


তবে কী কাম্য আগুন, নিজ চালে ?
না ! এ মুখ্য বেশ নয় নিধন কালে ।
চামচিকি তারা হাসে অন্য ঘরে
পুনঃ গোপনে বীজ বাড়ে-ঝাড়ে ।
উপায়ে ধরো বল, বিনা আগুণ -
ছিড়কাও তার ঘরে বিষাক্ত চুন ।


(ইং-১৭-০২-২০১৯) ।