যুগ বদলায় জ্ঞান বদলায়
বদলায় দেশের মান ,
ঘর সংসার বদলে ফেল
ধর্মে দাও ধ্যান !


কর্তা বদলাও, চাচা বদলাও,
ড্যাড্, আঙ্কল, বলো ;
সর্ববিদ্যা গোরখপুর প্রেসে ,
সেই জ্ঞানে চলো ।


স্কুল কলেজ সব পালটাও
আস্তাবল সেথা গড়ো ,
তর্ক বিতর্ক চিরতরে বন্দ
একপক্ষ বিচার ধরো ।


ধূপ ধূনোয় খুব সাজাও
ভজনে দাও মন ,
কর, গোশালায় গরুর যত্ন  
বাড়াও পূজো-পার্বণ !


জে, এন, ইয়ু, নামটি জানিও ,
সর্ব নষ্টের গোড়া ;
যে করে পারো, ধ্বংস করিও ,
আর যায় না পারা !!


(ইং-১০-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর
*-J,N,U, > Jawaharlal Nehru University. (New Delhi)
*-জে,এন,ইয়ু , > ভারতে আদর্শ নাগরিক গড়ার জন্য সেখানে সব প্রকার তর্ক বিতর্ক করার প্রথা আছে ।
*-আজ সেখানে একক ধর্মের আলোচনা স্থানে , রূপান্তরিত করতে যাচ্ছে ।
*-গোরখপুর, য়ু ,পি, > এখানে ধর্মগ্রন্থ (প্রেসের) ছাপাখানার জন্য বিখ্যাত ।