পৃথিবীর বুকে প্রকৃতি সম্ভার
নিত্য নানা রূপে ঘটছে রূপান্তর ,
মানবের রহন-সহন দিনচর্চায়
অবশ্য রূপ ঢলছে সেই পর্যায় ।


নদী পারে না তার কূল রক্ষায়
প্রতিক্ষণ তার বক্ষ হয় ক্ষয় ,
কোথাও ভূকম্প ,ঝড়- জল
অরণ্যে প্রায়ই ঘটে দাবানল ।


ধরায় লোক বৃদ্ধি যারপর
প্রভাব পড়ে জনজীবন পর ,
আচার নীতি ও বাচবিচার
বিরোধ ঘটে সে মান্ধাতার ।
তাই মানুষ পরিবেশ সন্তুলনে
আজ দরকারে মনে তারে মানে ।


(১৭-০৭-২০২১)