আগে রাজার সম্মান তাঁর বিবি দাসদাসী
যোগাড়ে ছিল সচেৎ সংখ্যায় রাশি রাশি ,
সে রাজার ছিল প্রতাপ, শক্তি-সাহস দৃঢ়-
দেশ জয়ে যুদ্ধ, রাজ্য হবে সীমায় বড়ো ।


রাজ চরিত্র ইতিহাস সৃষ্টি, রাজ ইশারায় -
তোষামোদী, চাটুকার শোভা পেত সভায় ।
রাজ-ইচ্ছা ছাড়া, নড়িত না গাছের পাতা
নজরানা দিয়ে বিনে, রাজদর্শন ছিল বৃথা ।


এখন রাজার বাগাড়ম্বর গালভরা আশ্বাসন
মনেপ্রাণে ধৈর্য্য ধর সহ্যতে তার শোষণ ।
এখন রাজার গায়ে পোষাক ততো নাই
তবে নামেতে ছটফটানি হাবভাব সদাই ।
কোমরে ঝোলে না তরোয়াল,না শিরস্ত্রাণ ,
রাজা, বিদেশ ভ্রমনে রত চেষ্টায় আপ্রাণ  ।


(ইং-০৮-০৭-২০২০)