কে বলে ? একহাতে তালি বাজে না !
ঘটনার সারতত্ত্ব হয়তো নেই জানা ।
গগনে স্বরবে গর্জে মহাত্যেজা- বজ্র -
কানফাটা শব্দে ! বাজে বাজ অজস্র ।
শব্দতে আছে কী অন্য অজানা হাত ?
এমত পত্রধ্বনি শুনি,- গাছের-পাত ।


দু’দলে কারণাকারণে ঘটিলে সংঘাত ,
ক্রূর স্বার্থীদল , সে প্রথম করে আঘাত ।
এভাবে ভাবনাটা ভরে স্বভাবিক মনে-
দু’দলই দুষ্ট ,বৃথা লড়ে উভয় সনে ।


ঘটনার মূল বিন্দু , হয়তো তা’ নয় !
কেহ চায় না লড়িতে -এমনও হয় ।
এখানে এক হাত, বাজালো তালি-
অসহায় অপর হাত , সে খায় গালি ।


(ইং-১১-০১-২০১৯)