সে ঘর, ঘেরা,পারদর্শী কাঁচে
সেথা ভাবনারা বন্দী আছে ,
সন্নিবদ্ধে, আবদ্ধ সমাহারে -
তারা অসহায় ! গুমরে মরে ;
কত হতাশা ভরা, অবস্থান -
শ্বাসরোধে, ওষ্ঠগত প্রাণ ।


করুণ আবেদনে জানায়
মনোইচ্ছা প্রকাশিতে তায় ,
তারা নয় অজ্ঞানী, অধম -
চায় বাঁচায়, স্বাধীন ধরম ।
মুক্তিতে নিয়ত ছটফটানি -
তবু চেষ্টায় বাড়ে হয়রানি ,
ঝর্না ধারায়, ঝরে বারি -
ছলছল আঁখি দেখতে নারি ।


জানি, জ্বালা ! রুদ্ধ কণ্ঠ  
হ’লে পরাধীন, হেয় বৈকুণ্ঠ !
মানব সে চির মেধাধারী
সংসার সৃজনে, চমৎকারী !
বদ্ধতা যেন মরণ খেল
এ বাঁচা, মূল্যহীন অঢেল ।


শীঘ্র ভাঙুক সে কাঁচ -
বাচুক সত্য এ লাজ ,
বাক স্বাধীনতা চাই আজ ;
এই মোর দীপ্ত আওয়াজ !


(ইং-১৩-০৪-২০১৮) -বেঙ্গালুরু