লৌহ কপাট, লৌহ প্রাকার ,
দৃঢ়-কঠোর কানুন ;
স্বাধীনতায় ছুট অজস্র তাও
নয় যে মহত গুণ ।


হাজার সন্ত্রী সঙ্গিন উচিয়ে
পাহারায় রত তারা ,
কারাকক্ষ খোলা, মুক্ত কপাট ,
বন্দী ভয়ে আধমরা !


থালায় বাড়া সে সুস্বাদু ক্ষীর
বক পারে না খেতে ,
শিয়াল ভায়ার চালাকি এটা
আপ্যায়নে সে মাতে ।


মিথ্যা কথায় শাসন চলে না ,
জনতা তারা জ্ঞানী ;
পাঁচ রাজ্যের ভোটের ফল
অসত্য কেমনে মানি !


(ইং-১১-১২-২০১৮)