ভাবমহিমায় রংচং , সবারে ভাবে খোকা
তার চটকে খাঁটীকাজ,-মুহূর্তে হয় ফিঁকা ,
মনভুলানো সুপ্ত শতগুণ অদৃশ্য অদেখা
সে রূপবাহারি শক্তিধর আলেয়াসম সখা ।


হাজার টনের হাজার গুণ সদগুণেরা আছে
সুযোগ পেলেই রংচং, বিফল করে কাজে ।
শিশু-বুড়ো- প্রৌঢ়, যুবা, সবার লাগে আঁচ -
পেলে রংচং, প্রাণ ভরে নাচে- খুশীর নাচ !


পেয়ালায় রাখা সাদাঅমৃত ও রঙ্গিন গরল ,
আবেশে সবার মন ধায়- রংবাহারি তরল ।
জাদুর খেলায় ছোটে আজ- রেসের ঘোড়া
শুদ্ধবুদ্ধি-সুবিবেক কাজে হয় যে খোঁড়া ।
রংচং সে অন্তর্ঘাতী, মতি ধ্বংসের হাঙ্গর ,
সদাবাহারে পুষ্পবাগে প্রস্ফূটিত সুন্দর ।


(২৭-০৯-২০২০)
১০ কুইন্টাল = ১ মেট্রিক টন্ ।