মৌমাছি, রঙিন ফুল করে আকর্ষণ
ভ্রমর ও প্রজাপতি ,একরূপতা মন
কীটপতঙ্গ উজ্জ্বল আলোর নেয় শরণ
দেখা যতো রংচং,  সেথায় মাতন ।


জ্ঞানের বেলা আজ জনভাবনা মেলা
জ্ঞানীগুরু সে পায় না মনোমত চেলা ,
হাতে মুঠোফোন কি অদ্ভূত রতন
সবে জ্ঞান খোঁজে, যে যার মতন ।


বৈচিত্রময় জ্ঞানের উজ্জ্বল এ দুনিয়া
ছুটছে সবে তার পিছে হন্যে-মরিয়া !
আজ, কোনটা রেখে কোনটা ধরে
নেই সুষ্ঠু চিন্তার রেখা মস্তক পরে ,
চাহিদার মেঘ জমে খাওয়া ঘুম ছেড়ে
যত দেখে খিদে বাড়ে, শুধুই অন্তরে ।


চাই চটক মনচাহা বিজ্ঞাপন বাজার
তার প্রতি হাত বাড়ায় সহস্র হাজার ।
রূপ রূপ করে ,কোলে টানে তপ্ত ধূপ
আহাঃ !আত্মভোলা,কত না ভাবে সুখ ।


(১৬-০৪-২০২২)