দম্ভের হাত, সে শাসন, চেহারা ,
পায় রূপ, রঙ্গিলা বাহার তারা !
অতি তীক্ষ্ণ সে ক্ষমতার ধার -
সব ভেঙেচুরে করে, চুরমার !


তিন লক্ষ কিষাণ- দুঃখী পরাণ ,
অকালে শরণে- পৌঁছাল ভগবান !
কতশত বেকার যুবক ,দুর্ভোগ ,
অনন্যোপায়, ছাড়িতে হয় ইহলোক !


অজুত নিরীহ- বালিকা, মহিলা ,
দুষ্কৃতীরা করিল, দেহমন কালা !
শাসন যাঁতাকলে সন্ধ্যা- সকালে ,
দুখী-অভাগার জীবনটা ঢলে ।


বিচারালয় গড়িছে বিচার মণ্ডি ,
পার করা দুঃসাধ্য, সে সব গন্ডি !
আশায় নিরাশায়- ভরা হতাশায় -
বিচার অপেক্ষায় প্রাণ গত তায় ।


ক্ষমতা লোভীর রমরমা মহল ,
ব্যাপক আকারে ভরিছে ফসল !
শুনে কীর্তন, সুখে আছে মজায় ,
দুঃখীর ক্রন্দনে, গলে না হৃদয় !!


(ইং-০১-০৯-২০১৮)
*-মণ্ডি, > বড়ো গুদাম ।
*-নক্শাল সাহায্যকারী হিসাবে, পাঁচ- সামাজিক কার্যকর্তার গ্রেফতারীর উপর ,
স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান, (০১-০৮-২০১৮-উত্তর প্রদেশ, লখনৌ) “দেশকে ভাঙার চেয়ে আর বড়ো অপরাধ নেই ।“