কীটনাশক ঔষধ, উৎপাদন বাড়ছে তার  
চারিদিক বিষাক্ত তেজস্ক্রিয়ার ভরমার ।
জল মাটি গগন- তার রং বদলায় নানা ,
সাঙ্ঘাতিক ক্ষতিকর কারণও সবে জানা ।
অহরহ উৎপাদনে মানুষ সচেষ্ট- যথেষ্ট
আবার শুনি শ্রীমুখে সাবধান বাণী স্পষ্ট !


চোর নির্মূলে আইন আদালত, কারাগার
সেথায় বিজ্ঞরা ব্যাধি দূরিতে দেন বিচার ।
কি মজা !বড়ো কেলেঙ্কারী, বড়োর ঘরে ,
যাঁরা অগাধ নীতিবান ! লেখাপড়া করে ।
চুনো পুঁটিরা লাফালে শত্রুর নজরে তাক
সে অতি সুস্বাদু খোকার, চোঁচে ধরে বক ।


আস্থার আলয়ে রাতদিন ধর্ণা ও উপোষ ,
কীট নাশকে উদর ভরি, ভাবি না দোষ ।


(ইং-৩০-১০-২০১৯)