বিশ্বচালক শক্তি, তাকে ঐশ্বরিক গুণধর্ম মেনে
মানুষের বিচলিত মন ছিল স্থির শান্ত ,
পড়ে নাই আগে ও পরে জানার দরকার
এমনি ধারায় কত বহুযুগ পার- তার ,
সর্বসমাধানে মানুষ তল পায় প্রাণবন্ত ।


গগনে চমকানো সে বিদ্যুৎ , দৈবশক্তি জেনে
কত না তপ-জপ ,আরাধনা সারে- তাঁর সনে ,
এর বেশী চিন্তা-চৈতন্য ছিল না কক্ষনো মনে
কিন্তু তার পর্দাফাঁস হয় একদা এ ভূবনে ।


কালে সে চমৎকারী শক্তিবল হস্ত-মুঠোয় এলো
দেখি, ঘরে ঘরে চমকপ্রদ আজ তার আলো ।
এক বড়ো ফাঁড়া উদ্ধারে মানুষ-
আজকার যুগে কত না সে মানব খুশ ।


(২২-০৯-২০২০)
বেনজামিন ফ্রাঙ্কলিন্- ১৭৪৬- সালে বিদ্যুতের সম্পর্কে আসেন , বৈদ্যুতিক দণ্ড আবিষ্কার করেন ।
১৭৫২ সালে ঘুড়ি উড়িয়ে মেঘের গায়ের বিদ্যুতের স্পর্শ নিয়ে জানতে পারলেন ,তৈরী বিদ্যুৎ আর আসমানী বিদ্যুৎ এক ।