গুণীর কদর সর্বদেশে সর্বরাজে
স্বদেশে ,বিদেশেও তাঁর সুনামে ডংকা বাজে ।
মত প্রকাশে ব্যক্তিস্বাধীনতা থাকা চাই ,
সে আইনের ফাঁকে- কত যে আতুর
সুযোগের সদব্যবহারে তার জবাব নাই !


ঐ যে সশক্ত জ্ঞান দীপ্যমান দেশ
সুসভ্যতায় ভোটে লড়ছে দু’দল ,
আঃ-মরি ! কি সুন্দর সে পরিবেশ ।
সেথা, শিক্ষিত জনতা মান্য-মত, দানে ‘মত্’,
ফাঁকতালে মোর দেশে -
ভাবনায় উদ্বেল দেখায় নিজেরে কত গুণী ও সৎ ।
আমেরিকার ভিতরের ফলাফলের সে কথা
কত দেশভক্তের পেটে ওঠে ব্যথা !


করুণ কাতর স্বরে, ট্রাম্পের জন্য করে প্রার্থনা ,
পূজো-পাঠ, হবন-যজ্ঞ, সব সারা- আরাধনা ।
জানে না বংলার মুক্তি লড়াই-এ, পাশে ছিল না-
আরো তারা যোগায় বিপক্ষরে ইন্ধন ,
সময়ে রকেটের- ক্রাইজনিক ইঞ্জিন দেয় নাই -
তার ছিল সবসময় বিরোধিতায় মন ।


(০৫-১১-২০২০)
(আমেরিকায় চলছে ভোট গননা ,আমার দেশে কত কত ট্রাম্পের
জয়েতে প্রার্থনা করছে । “ভোট”, সে দেশের ভিতরের মামলা ।
এখানে কতর দেশভক্তির আচরণ দেখে অবাক হতে হয় !)