জন-ধনে মন্ত্রী দেয়, মস্ত গণভোজ !
প্রায়ই এ ধারা চলে, রোজ-রোজ ৷
ভাবে, সর্ববর্গের একতার সংযোগ -
বৃদ্ধিতে সম্মান, এই তো সুযোগ ?


নিমন্ত্রিত হয়ে এসেছেন- যাঁরা -
সবার যোগ্যতা মত ব্যবস্থা সারা ৷
পড়েছে আলাদা-আলাদা পাত -
অতিথি, যে যেমন বর্গের জাত !


পর্যায়-পর্যায়, চলে, খাবার বৈঠক
অগ্রেতে, যাঁরা, পরে দামী পোশাক ৷
তাঁরা, বড়ো-বড়ো দর্জের খদ্দের-
সত্বর সাবাড় ,সারা, সুস্বাদু খাদ্যের !


শ্রমিক, কিষাণ, পায়না মোটে পনীর ,
ভরেনা পেট ! খাবার সেথা কমির ৷
মিলিল শেষে হাঁড়ার তলা আঁচুড়ী ,
ঝি-চাকর পায়, কিছু-কিছু খিচুড়ি !


সব শূন্য, থালা, কড়াই, হাঁড়া-হাঁড়ি ,
কুড়িয়ে পাতা, খায় পাড়ার ভিখিরী ৷
অভুক্ত অনাথের অন্তিম দৃশ্য, পারী ,
মিলে, ডাস্টবিন্ ঘাঁটে, অভাগা সারী !


এটা পুঁজিতন্ত্রের মুখ্য চলন- সারা ,
শাসন পদ্ধতির এমনি ধরণ-ধারা !!


(হিন্দী শব্দ)- পারী > পালা, পংক্তি,  বৈঠক,
সারী > সমস্ত, সকল, সব ৷
(ইং-১৬-১০-২০১৭)