ছেলে চায় সে খেলবে ফুটবল
এদিকে ক্রিকেট পক্ষে- বাবার মন অটল !


-‘ফুটবলে গড়বে শরীর, ছোটাছুটি ও বেশ
কম সময়ে ঝরবে ঘাম, হবেও ভারী ক্লেশ ,
হত্তেদিয়ে বসে থাক- রূপটি তীর্থকাক-
ব্যাট ধরার সুযোগ নিয়ে খোঁজ নিজ ফাঁক’ ।
ছেলের যুক্তি, এ লম্বা খেলা-
আমার কাছে অচল !
কুড়েমি খেলা না খেলে ,-খেলব ফুটবল ।


বাবা বলেন, ওরে ছেলে ?
বাড়ি-গাড়ি মেলে অধিক !এই ক্রিকেট খেলে ।
তোর, তেলে-জলে নধর দেহ
পরিশ্রম সইবে না যে ধাঁচে-
ফুটবল এখন অচল , আসে না কোন কাজে ।
জানবি, ক্রিকেট আজ কাজের, রূপ তার ব্যবসা
চমক-ধমক , ঠাঁটবাট বাড়বে খেলে- পয়সা !
খেলা পূজ্য, ক্রিকেট সত্য, সজাগ থাক মাত্র
বাঁচতে হলে পয়সা চাই, লক্ষ্যটি না হয় ব্যর্থ ।
শরীর ,কৌশল, বিচার আচার শিকেয় তুলে রাখ ,
ক্রিকেট এখন জনতুঙ্গে তাকিয়ে শুধু দেখ ।


(ইং-২৮-১২-২০১৯)