চাহিদা বেশি প্রাপ্তিতে কম
টানাটানি বাধে সততা ধরম ,
পৃথিবীর বুকে জটিল যুগধারা
না আগের প্রাচুর্য্যে, খাদ্য সারা ।
অধিষ্ঠান আচার-বিচার, বর্তমান ,
ক্ষয়িষ্ণু কাল, মাটি-জল-আসমান ।


মাতম ভাগভাগি জুড়ে অঞ্চল ,
একএক ভূভাগ যারযার দখল ।
শক্তের দয়ায় জনতার সুখনিদ্রা -
তার অন্যথা হ’লে, না গতি যাত্রা ।


অন্তরে অন্তরে গভীর অতলে
ঘনঘোর পরিবর্তন সমানে চলে ,
আজ স্পর্ধা প্রবল, সারা বিশ্বব্যাপী -
ধারা ,অদম্য ভয়ঙ্কর, দৈত্যরূপী !


থাকা ভাবের ঘরে শুধু ভরসায়
হাতের সুখ ক্ষণে-ক্ষণে হারায় ।
চলে না এজীবন হর্ষ বিনা তায়
সে সুখ মেলে না অসীম চেষ্টায় ।


(ইং-০৪-০১-২০১৯)