সময়টা জটিল- বড়ো দুরূহ যুগ
চাইলে কপালে হয় না সুখ ;
হাড়ভাঙ্গা খাটুনী ,তবু দু’গ্রাস জোটেনা ,
মুমুর্ষ-আর্তর করুণ দৃশ্য,- শুষ্কমুখ ।


জীবন কোন্-ঘোরে বয়- নাই ঠিকানা-
গড়ে না নূতন আর কলকারখানা ,
নবযুবক বুকে ধরে- পাহাড়ভাঙা পণ
প্রতি কাজে অশেষ নিপুন- বিচক্ষণ ,
পায় না দিশা ,ঘুরছে চক্রব্যুহে -
তাকে রাজনৈতিক কাজে বেশ উপযোগ
ধাঁধায় ভুগছে অজানা কতো না দুর্ভোগ ,
টিকে আছে ধরায় অপমান-কষ্ট সহে ।


জীবন তো ঐ যৌবন কাল
তা’ কিনা নিষ্ফলা, আজ উত্তাল-তাল ,
কে ফিরাবে সময়ে, দুঃখীর কপাল ?
ঘূর্ণায়মান- নাও, দুর্গতি -ছিন্নপাল ।


(১৮-০১-২০২১)
“তরুণ সমাজ কে অনেক বেশী লড়াই করতে হচ্ছে রুজির জন্য, অনেক বেশী প্রতিযোগিতায় নামতে হচ্ছে । চার দশক আগেও মানুষ এমন ভাবতে পারত না, তার আগে কল্পনাতেও ছিল না। জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। দুঃখের হলেও সত্যি বদলাতে হবে ভাবনা। যারা লড়াইয়ের ময়দানে আছে তাদেরকেই সিদ্ধ্যান্ত নিতে হবে ।“(কবি শ্রী বিভূতি দাস) ।


আমার কাব্য ,”না ছাড়-(ব্যঙ্গ)”, এমনি সুন্দর মন্তব্যে মুগ্ধ হয়ে, সম্মানীয় কবি ‘বিভূতি দাস’ মহাশয়ের সম্মানে আজ কাব্যটি আসরে রাখিলাম ।