ঢালু নদীর উপরে বসে বাঘ ,
নীচের ছাগল শিশুটির প্রতি তাক !
বাঘ হুংকারে !-"করেছিস জল ঘোলা ?"
-হে মহাশয় ,-জলের গতি নীচে চলা !
কেন অপবাদ লাগাও মিছে ?
তুমি উপর আমি যে নীচে !


"তোর মা, পরশ্ব দেয় বাঘকে গালি" ,
-গত মাসে মা শেষ, গেছে চলি !
ন্যায় তর্কে হারে বাঘ - পারেনা আর ,
বিচার ! ছানাটি হল, বাঘের আহার !


এটাই কী সংসারের, ন্যায় নীতি ?
আজো ভরিয়া-ব্যাপক ক্ষিতি !
বিনা অন্যায়ে হাজারো বিপদ -
ঘর-সংসার দেশ নহে নিরাপদ ,
কারও সাধ্য নেই শেষ ত্রাণ -
অকালে ঝরে বুঝি নিষ্পাপ প্রাণ ৷
দুর্বলের চলেনা- কোন অজুহাত !
ক্রূর, লুটেরা , তারা হিংস্রক জাত ৷
সততা, ন্যায়, ধর্ম, যে অমানা -
ক্ষয়-ধ্বংস-হত্যা, কেবলি জানা ৷
হবে কি কখনো প্রতিকার ইহার ?
সে আশা সুদূর, গাঢ়মসী আঁধার !


(ইং-১০-০৮-২০১৭)