এক- >
একাধারে দেখি ঘোরতর কুপ্রথা ,
মনেতে পোষণ অন্ধাচার অযথা ।
এখন একবিংশ শতাব্দী, বিজ্ঞান -
দানিয়াছে আধুনিক, প্রখর জ্ঞান ,
এ মত সময়ে বিরোধ বিদ্যালয়ে -
খাবারে, উঁচুনীচু, জাত-পাত নিয়ে !


তারা রয় অভুক্ত মধ্যাহ্ন ভোজনে ,
সংস্কারে বাঁধা যে জাতের কারণে !
খাবার রেঁধেছে দলিত মহিলারা -
খাবে না ! সবর্ণ-উঁচুজাতের ছাত্ররা ।


গাঁয়ে-গাঁয়ে, ঘোরতর রূঢ়ীবাদী ভরা -
এখনো মধ্যপ্রদেশে প্রচুর তার সাড়া !


দুই- >
এক বৃদ্ধ নিঃস্ব ভিখারী, মারা গেলে ,
মহিলারা তার শবদেহ কাঁধে তুলে -
দাহসংস্কারে, নিয়ে চলিল শ্মশান ,
সমস্ত রকম বিধি-কর্মে, দানে মান ।


কোথা থেকে এলো, এই প্রেরণা !
শুধু হিম্মত- সাহস, তাঁদের জানা ।
পুরুষের ছিল না কোন ভূমিকা -
তাঁরা জ্বালিলো, নব জ্যোতি শিখা !!


(ইং-০১-০২-২০১৮)
১-মধ্যপ্রদেশ, জেলা,-সীহোর, গ্রাম-গোলাগাঁও ।
শাসকীয় মাধ্যমিক স্কুলে এই ঘটনাটি ঘটে ।
২- মধ্প্রদেশ, জেলা,- রাজনান্দগাঁও, গ্রাম-সড়ক চিরচারী  ।
মহিলারা শবদেহ কাঁধে করে মৃতদেহ সৎকার করেন ।
খরব ন্য়ূজ পেপার >  “পত্রিকা”-(ইং-০১-০২-২০১৮)