আগে অরণ্যে ভরা ছিল বিশ্ব ,
বাঘ-সিংহ চলত দাপটে
হাতির পাল ছিল মাতাল
সুখ ছিল শার্দূলে অকপটে ।


বর্বর- হানাদার দল বেঁধে
চালায় নির্মম অত্যাচার ,
রাজা-বাদশা তারাও কম না
হারেমের শৌখীন কত না !


তার বংশজ করে আপসোস
গণতন্ত্রে মেটে না ভুখ
তারা পুনঃ চায় সে যুগ ,
সুকাজ ধরে থাকে না খোশ ।


এ যুগধারা কাল চক্র
ভাল যতো আগে বাড়ে
অপদার্থ মরে ,ঝাড়ে-মুড়ে ,
আগে ধরা আরো হবে পবিত্র ।


(১৪-০৭-২০২১)