সত্য বলা যাবে না -
সত্য, জনসমর্থন না পেলে আছে বিপদ ,
ভাল করতে, উল্টে ডাকা নিজ আপদ ।


ভগবান বলেননি -
অপরকে বল , 'বিধর্মী , নাস্তিক, কাফের' ,
নিজে ত্রুটিশূন্য না ,কেন অপবাদ অন্যের ?


ধর্মবিদ্বেষের মূলে -
গায়গা-জমি দখল নীতি, ধর্ম ছদ্মবেশ  ,
লুটের চেতনা-জ্ঞান, নিজ স্বার্থ বিশেষ ।


একমাত্র পর নির্যাতন
এমনি বিচার পুষে, ধর্ম ডংকা বাজায় ,
যুদ্ধ বাঁধায় একশ্রেণী রাজায় রাজায় ।


প্রকৃত ধার্মিক- পর দুঃখে
আপ্লুত মর্ম বেদনায় ,মনোদেহ জর্জর ,
তিনি দেখেন না ভেদাভেদধর্মী ঈশ্বর ।


জ্ঞান, ধাঁধাঁয় ভরা ধরাধাম -
ঈশ্বর প্রদত্ত যা কিছু সত্যের বাণী মান ,
অবুঝ চালায় একপেশে প্রচার ধর্মজ্ঞান ।


(২৪-০৫-২০২২)