উজ্জ্বলা সে, অবহেলিত কাতর ,
অন্ধকারে আলো হারে, নিরন্তর !
ধরে , বিদ্কুটে রূপ অজানা -
আঁধার, জীবে করে অন্ধ-কানা !


সঙ্গে, সাঙ্গপাঙ্গ জড়িত দলবল -
তারা প্রবল ! যতো খল ও ছল ।
সেথা বৃদ্ধিতে একছত্র সুযোগ ,
বিজয়ী খলের মেলে সুখভোগ ।
এ ধর্ম, যুগপ্রথা, সমাজ মাঝে -
বিরাজমান ধারা ,ভাঁজে-ভাঁজে ।


আচরণে, মননে, আদর্শ- গ্রন্থ ,
ভরা কাহিনী, সুন্দরে অনন্ত ।
চারিধারে চৈতন্যের জয়গান -
ভরিয়া প্রতিপত্তিসহ তার মান !
তবু, নিত্য আঁধারে ভয় ধরে -
আছে, সাহসবাণী জং পড়ে !


আঁধার যেন- তার দৈব্য উদ্ভব ,
অসাড়ের ক্ষমতা, রাখে প্রভাব !
অবস্থা বোধোদয়, পরাস্ত-ক্ষয় -
বিশ্বে আঁধার, রবে অপরাজয় !


(ইং-১৭-০৬-২০১৮)