সবার চাহিদা নব্য-নূতন
যোগাড়ে তাই সেমত যতন ,
বহু খুঁজি , আনাচে-কানাচে -
অবিরাম চেষ্টা, সকাল সাঁঝে ।


পর্বত চূড়া, মেঘেরও ’পরে -
উজালা আর ঘোর আঁধারে -
ঝর্না,নদী, গভীর সাগরে ,
ব্যাপক খুঁজি দু’চোখ ভরে ।


পাহড়, বিহোড়, মরু ও বন -
গহন খোঁজায় মাতিয়া মন ,
তন্ন-তন্ন করি সামর্থ্য দিয়ে -
খুঁজি নূতন ,সে দিল জয়ে ।


আর কত পাই নব্য- নূতন ?
পেলে ও কেহ করে না যতন !
মেটে না আশ ,মান্য তামাশায় ,
ছুড়ে ফেলে দেয় পাশে নালায় !
তবু নয় তৃপ্ত ! এ হেন মন -
পুনঃ ডেকে বলে, চাই নূতন ।


(ইং-১০-০৮-২০১৮)
(# কাব্য সার> কত আর যোগানো সম্ভব নব নব ভাবনার কাব্য !)