নীচে কেহ চায় না বাস
মনে, উন্নতির আশ্বাস
এনো-কেনো-প্রকারেণ
এ জীবনটা হোক ধন্য ,
মানব মনে বিচার পোষণ
এ সদগুণ জাগ্রত, মান্য ।


শিশু চায় হামাগুঁড়ি দিয়ে
আগে বাড়তে ,
বানর শাবক সেও চায়
গাছে চড়তে ;
পাখির ছানা চায় পাখনা মেলে
আকাশে উড়তে ।


বিচিত্র শখ কত শত
দৃশ্য-এ ধরণীর ভিতে ,
তাই মানুষ নিয়েছে ব্রত
তারা-নীহারিকা চায় ছুঁতে ।


অমূল্য ভাবনা বন্ধুত্ব-সখ্যতা
দ্বন্দ্ব- ফ্যাঁসাদ- নীচুতা
মানবকে নীচে টানে অযথা ,
এ কাজ বড়োই মূর্খতা ।


(১৯-০৯-২০২১)