চিরদিন বিষ আর অমৃতের লড়াই
এ দু’টোই বিদ্যমান ধরণী তলে ,
মানে-ধ্যানে প্রবুদ্ধের চাই পরিচয়
না হলে কালে, যুগ চলে অতলে ।


ভারত একদা নিজ স্বদেশী জ্ঞানে
বিদ্যায়, সমুন্নত , ঐশ্বর্য্য-ধনে ,
বিশ্বকে জানায় বাঁচার কলাকৌশল
লভিতে শান্তি কি করে তা জনে ।


কোথা থেকে কিভাবে জলঘোলা
খাবিখায় পদেপদে নিরীহ জনতা ,
এখনো কাটে নাই সে পতন ঘোর
চতুর্দিক ব্যাপ্ত দুর্নীতি ও অস্থিরতা ।


ভক্তিভাব আস্থা আগে ছিল অমৃত
এখন যে ঘুণে ধরা যেন বিষাক্ত ,
মনে বড়ো সাধ ,পুনঃ চাই মধুরতা
বিষ ত্যাগে হোক, মানবতায় ভক্ত ।


(২৯-১২-২০২০)