সবে নিজ ইচ্ছেমত পরে কাপড়-জামা
কারো বা পূরণ হয় না সুযোগ্য মামা ,
আবার কেহ নিজে বহে নিজ সুনাম
চিরদিন তার অপছন্দ অন্যের সবকাম ।


যতোই পাতা হোক না কেন- ‘আটন’
অঢেল মাছ তবু শেষ না, অভাব-অনটন ।
ইচ্ছের নেশায় মনে ধরিলে আদর
তার বিচিত্র হাবহাব মস্তকে চড়া বাঁদর ।


ষাঁড় যখন পথে চলে- ইচ্ছায় একা
তার নেই অনুভূতি ডানে-বায়ে দেখা ।
সেয়ানে সেয়ানে হলে মিলন ,
দুই ষাঁড় খুব লড়ে, করিতে ইচ্ছে পূরণ ।


(১৩-১১-২০২০)
আটন > মাছ ধরার খাঁচা বিশেষ ।