শক্ত খুঁটি কাজে তায়
তালায় তালায় আলয়- গড়া যায়
দৃঢ় হাড় বোঝা সয় ,
চাপে, কোমল কঁচিরা কুঁজো হয় ।


যার যাহা নয় উপমা
যদি বলি ধামা, সে হয় বাটি সমা ,
রক্তজবা রঙে লাল
তাকে কালো বলাটা- মিথ্যা চাল ।


চোরাগলির পথ ধরে ,
কত কত বাড়ে ধান্ধার জোরে
নোংরাকাজ সম্বল করে
যেন মেঘে ওড়ে- পানসি চড়ে ।


শিক্ষার সম্মুখ -দৃশ্য ,
সৃষ্টি সহস্র বেকার ! আশা ভষ্ম ।
জীবন সুখ- ধূলিসাৎ -
শ্বাস-প্রশ্বাস, হা-হুতাশ-অবসাদ !


(ইং-১১-১০-২০১৯)