ষড়রিপুর মহাতাড়নে, আচার -বিচার -
সমাজে বহুধা ঘটে, নিরর্থক অনাচার !
জানে-অনজানে, বিষয়-আশয়ে-ক্ষণে,
কতনা, অহিত মানব জীবনে হানে !


স্বার্থলোলুপ , পরশ্রীকাতর, বিতৃষ্ণা
হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, তুচ্ছ- ঘৃণা ,
লুট, উচ্ছেদ, ক্ষয়, ছলা-কলা রটনা,
ভোগ্য রসদ, সম্পদ, অপচয় নানা !

এর মাঝে ধৌতকায়া, অপরূপ সমোজ্জ্বল ,
কারো আছে, ধর্ম-কর্মে, গভীর দখল !
বহুধা সৎ, শান্ত, সবল, সরল ,সচল-
তবু ভরা জ্বালা-যন্ত্রণা-দুঃখ প্রবল !


ধরার বৈচিত্র্যময় ভিন্ন-ভিন্ন সৃষ্টি-
অজস্র ধারায় বহিছে অনন্ত কৃষ্টি ৷
সমতায় আনিতে সততার পক্ষে
অদূর ! হয়নি সাহস কোমল বক্ষে !


ঘটনা সংঘটিত অসামান্য, এই ধরায়-
যতই ঘটাক না ! অঘটন হেথায় ,
তবু ভরা, বিদ্রোহী দৃঢ় চেতন মানব মন -
একদা দ্বন্দ্বের অপগুণ করিবেই দমন !


(ইং-০২-০৪-২০১৭)