তন্ত্র, দুই , রাজতন্ত্র, গণতন্ত্র ,
কোনটা যে অধিক ভাল মন্ত্র !
গণতন্ত্র সে কী দেয় সমাচার ?
সকলে জানতে চায় -বারবার ।


শক্তি, রাজতন্ত্রে, সেথা একার-
রাজার থাকে দণ্ডমুণ্ডের অধিকার ।
সর্ব কর্ম রাজার উপর নির্ভর ,
না সাধ্য কারো মুখ খোলার !


যদি কালে কেহ চায় রাজ দর্শন
মানিতে সে বাদ্ধ কঠোর শাসন ,
সাথে, সাথী ধরে ,নজরানা-
সোনার থালায় মোহরে নানা -
দরকারে, দর্শনে চলো রাজার ;
নত কর শিরঃ ,অর্ধবক্র- কোমর ,
ঠেকাও হাত কপালে,- জবর !
সালাম,সালাম, স্বরে রও রত ।  
শান্ত ভাব,আগে বাড়ো অবিরত ,
পেছনে ফেরা শক্ত সে মানা
ফিরতে কুর্নিশ বন্দ হবে না !
ফেরৎ-পেছন ফের ,ভীতু মত !
কঠোর সে রীত বশ্যতা যতো ।


গণতন্ত্রে প্রজা, সেই হয় রাজা ,
রাজ দর্শন করা, সরল-সোজা ।
গণতন্ত্রে দর্শন মান, তার স্থান -
সাক্ষাতে মাথা উঁচু, বুক টান -
নেই নজরানা, ঘুষ- উৎকোচ-
নেই যাতনা ! বাড়তি খরচ -
হাতে হাত, মিলন-সুমধুর ।  
মন্ত্রীর সাথে মেশ ভরপুর !


(ইং-২০-১১-২০১৭)