কোথাও তপ্ত মরু কোথাও বা জল
অনন্ত ব্যাপ্তি বিশ্বের বিভিন্ন অঞ্চল ,
অতি ওজনের পোত জলের বুকে ভাসে
ভারী ভারী আকাশ যান ওড়ে আকাশে ।


সুধী জনের মানবতা ভরা কর্ম- অগাধ
কষ্টেও- না অবহেলা তার কর্তব্য-কাজ ,
পল-পল জীবন বাজী, প্রতি সঙ্কট মাঝ
নিপুন-দক্ষ কাণ্ডারী, তবুও ঘনায় বিপদ ।
এমত আচরণ যদি দেশ নায়কের হত
জন মাঝে দূর হত অদৃশ্য কত ক্ষত ।
কাণ্ডারীর পরপ্রীতি হৃদয় ভরা দোল
নায়কের ধূর্তচালে বাড়ে গণ্ডগোল ।


(২৬-০৩-২০২১)