ঐ বিদেশ আর এই স্বদেশ
এক দেখি না তার-তার বেশ ,
স্বদেশ সুখ পেলেই থাকে বসে
কষে খায় মুখপুরে- গোগ্রাসে ;
নয় তার বশে, টক-ঝাল-মিষ্টি,
শেষে মধুমেহে ধরে ,অনাসৃষ্টি !


বিদেশ , কাজে না বিরোধ-বিদ্বেষ
তারা পরিশ্রমী মাঠে-ঘাটে অশেষ ।
অশীতি বৃদ্ধ নড়ে-চড়ে খেটে খায়
না তারা লালসে, অলসে হাতায় ।


যেমনি পা আঠার বাড়ায়- স্বাবলম্বী ,
বুড়োরা গৃহে চালায় না- হম্বিতম্বী ।
অত নেয় না ভার ,নাতি-পুতির
গলায় না নাক, সংসারে- ক্ষয়-ক্ষতির ;
সহজে হয় না কুঁজো-থুড়থুড়ে ,
নেই লেখা তার সংবিধানে সে কুড়ে ।


(ইং-২১-০৮-২০১৯)