শুধু দু’মুঠো ভাত-কাপড়ে মানুষ নয়কো খুশী
উদরও ভরে না তীর্থ ঘুরে, বৃন্দাবন গয়াকাশী ;
সকাল বিকাল কর্ম করে একঘেয়ে লাগে জীবন
অজানা কত অভাব এসে কত না মনে মাতন ,
জানতে চায় জাগতিক জ্ঞান,সংসার ধর্ম মাঝে
হাতে কলমে চেষ্টা চালায় সকাল বিকাল সাঁঝে ।


দেশের মাঝে কত মাতে পরের সেবায় লীন
মনোরঞ্জনে অভিনয়ে কত- মুখোশে রাত-দিন ,
কত বিজ্ঞের দর্শন এরূপ ,লোকে ভাবে পাগল
কত সাধুর উন্মুক্ত জীবন না ঘর-দুয়ার- আগল ।


গুটিয়ে আনে পৃথিবীর আয়ু উদ্দণ্ড মতি কাজে
মানুষ আঁটে শোষণ ফন্দি অহরহ সমাজ মাঝে ।
খেয়ে পরে কাজ পায় না- ধ্বংসের ব্যবসা পাতে
সভ্যতার ভিত গড়তে অক্ষম অসভ্যতায় মাতে ;
ক্ষুদ্রস্বার্থ অবিবেচক মানুষ নিজেরাই নিজে কাবু
উপরে রুচিবান আত্মজ্ঞানে রূপটি দেখায় বাবু ।


(২৪-০৩-২০২১)