সংসার টইটুম্বুর, কাজ হি কাজ ,
কর্মেই জীবনগতি, সকাল সাঁঝ ।
কোন কাজ জগতে ফেলনা- না !
কাজেরা ফলদায়ী এ কথা জানা ।


কাজে-কর্মেই জীবিত সংসার  -
মনমত কাজ, জোটে না সবার ।
বহুতর কর্মমান করে না প্রকাশ
কত যে বাধ্য কাটিতে- ঘাস !


কেহ মাঠে খায়, শুদ্ধ বাতাস -
কেহ কাজ রেখে খেলে তাস !
কেহ মজে, কাজে, নেশা-ভাঙ -
কেহ কাজ ও সময়- দেয় দাম ।


কেহ বা চড়ে পালকি ঘোড়া ,
কেহ ! না চলেই হয় খোঁড়া !
কারো জীবন শেষ, খেটে-খেটে
কেহ রয় বদ্ধ ঘরে, দরজা এঁটে !


নানান রূপ-বর্ণ-কর্ম পরিবেশ -
কাজে ভরা প্রেম তবু অশেষ ।
কারো জীবন ধারা স্বপ্নে ভরা ,
কারো আশা-ভরসা, মাঠেমারা !


(ইং-০২-০৯-২০১৮)