মলিনতা আকার,-আপসে রেশারেশি
মধুর মানব সভ্যতা বাড়ে না বেশী ,
ধর্ম বলে, নিজে বাঁচ আর বাঁচাও সবে
প্রেম- আদর ভাবনা ভরে দাও ভবে ।


ভুল অবশ্য হয়, সারিতে কাজ অসাধ্য  
নির্ভুলে মনোনিবেশ , সে কঠোর আদেশ
আদৌ করা উচিত নয়- কর্মে কারো বাধ্য ।
সভ্যতায় মানুষ তার দীর্ঘ জয়যাত্রায়
কত উত্থান-পতনে ভালোবেসে একতায়
সহ-অস্তিত্ব ,ভাইচারা, ধর্মনিরপেক্ষতায় ,
পৃথিবীর সর্বদেশে শান্তির প্রতিষ্ঠা পায় ।


আর কি উপায় হতে পারে জনতায়
জ্ঞানীর ভাবা উচিত আজ বিশ্বসভায় ,
তবে এটুকু সবার জ্ঞাত, জগৎ ধারায়
সব কিছু শেষ-ধ্বংস, মনঃমলিনতায় ।


(ইং-০৫-০৬-২০২০)