এ সারাটা কাল- টানা দুষ্কর -
নিয়মে চলা বড়ই কষ্টকর !
সবদিকে সতর্ক, শুধু- মানা -
মুষড়ে দেয়, বাড়ার কল্পনা ।
পদে-পদে শুধু- অনুশাসন -
মান্যতায় ভরা নিয়ম-ধরণ ।


দৌড়-ঝাঁপ, সাঁতারে যথা -
খেলার মাঠে অনুশাসন কথা ।
চলা-ফেরায়, হবে না অন্যথা
অনুশাসনে আনে মাথা ব্যথা !

জলসা, গানে, গল্পে, সেথায় -
খাওয়া, শোওয়া, ওঠা-বসায় ,
হাটে মাঠে ঘাটে দেখা যায় -
প্রচুর অনুশাসন আছে বজায় ।


বাঁচতে চাইলে ভাগ্য বলে !
সকাল সন্ধ্যে সকলে বলে, -
নিয়ম-কায়দায়, লগাও মন ,
কেবল, মানো সব অনুশাসন ।


হয় না কত কাজ, সহজ মতন -
তাই, হেলায় ধায়, কাজে-মন ,
কত ধনীর ধার্মীক জীবন-
অনিয়মে কত করে শোষণ ।


(ইং-২২-১১-২০১৭)