চোখ দু’টো মোর বেজায় খারাপ
ভালটা দেখিনা চোখে ,
রাস্তাঘাটে চলতে থাকলে
দৃশ্যরে অপছায়া রোখে ।


চিন্তাগুলো খাপছাড়া,-আজগোবি  
সৌন্দর্য ফোটে না মোটে ,
অচল-কাহিনী ভীড় করে
তারা, সহস্রধারায় জোটে ।


সমাজে এখন চলা মুশকিল
এ তালকানা ব্যাধি নিয়ে
যতো দিন যায় এ শরীর মন
উঠছে ভীষণ বিষিয়ে ।


লিখতে বসলে কলমের ডগায়  
সাম্যতা প্রাধান্য আভায় ,
প্রকাশিতে সে ভাবমূর্তি
অদৃশ্য হয় যে কোথায় !


(২১-০৩-২০২১)