চৌদিকে অনেক হ’ল- জ্ঞানের চাষ -
আরো সংগ্রহে খাটছে কত বারোমাস ,
কত গুণীর নাম অজানা , হয়নি প্রকাশ
আহরণে জ্ঞান, অনেকের ওঠে নাভিশ্বাস ।


লিখে লিখে গ্রন্থে , আজ পাহাড়
তবু ,এখনো গুপ্ত জ্ঞানের আসল-সার ।
প্রকৃত কাজের জ্ঞান তাও অজানা
ভাবনা, কখন কিরকম হবে বাজনা ।


রপ্তে আসেনি সুদিন , সুসময় ভবে
জ্ঞানে আপসে দ্বন্দ্ব , রেশারেশি সবে ।
তবু ,প্রমাণ করিতে সঠিক খাঁটি
আকছার, সুরতালে নাড়ে ঢাকের কাঠি ।
জনতার গলে শোভে জ্ঞানের মালা ,
সবার হ’ল আজ- কান ঝালাপালা ।


(ইং-১৫-০৬-২০২০)