ভূত ঝাড়ানোর মন্ত্র শিখে
নাজেহালে মন ,
ভূতের সাথে থেকে থেকে
দিমাগ উলুবন ।


আচরণ ও ভাবনা ভরা
শুধুই পাগলপণ ,
সঙ্গি-সাথী উদাহ আজ  
একা সর্বক্ষণ ।


হাজার চেষ্টায় ভূত ভাগে না
কুল উদ্ধার করে ,
ধমকি দেয় রক্ত খাবে
ঘাড়মটকে ধরে ।


সভাসমিতি- জনমাঝে
মাথা হয় না উঁচু ,
ভালোবাসে না সমাজ আর
মানটা হল নীচু ।


এমন পেশার কী দরকার
কেন বা এতে ধ্যান ?
পরোপকারে সবই গেল
হল না শিক্ষা-জ্ঞান ।


(ইং-০৫-০৯-২০২০)