উপর থেকে দেখলে পৃথিবী এক বল্
নিয়মে সমানে ঘুরপাক খায়
সূর্যের আকর্ষণে সে টিকে রয় ,
বহু আদিকাল থেকে এ ধারার চল্ ।


এখনও সহজগবোধ্য হয় নি বলবৎ জ্ঞান
ধর্মমতে কত পোষে মনে ভিন্ন মত
পৌরাণিক গল্পেও মেলে অন্য অভিমত ,
সব নষ্টের মূলে সব ফাস করে বিজ্ঞান ।


আরো আধুনিক তাঁদের কত কি ভাব
বদহজম হয় সুধীর পেটের ভাত
ভাবে, বিজ্ঞানদোষে গেল বুঝি জাত ,
তারা চায় না আজো পালটাতে স্বভাব ।


(০৫-০১-২০২১)