মোহন বাঁশী, আর বাজিস না !
সে বাঁশী এখন বেসুরা নানা ,
প্রদূষণে আকাশ বাতাস ছেয়ে -
বাঁশী অপারা, আজ মন জয়ে !


কত দুরাচার, চারিভিতে জমা -
নেই আশা, ব্যাভিচার কমা !
ওঠে পীড়া, দাহতে গাত্র জ্বালা-
কি খাব ,খাদ্যে ভেজাল মেলা !


শেষে পড়ে-পড়ে, পিতৃ-ঘাড়ে -
সখীদের কেবলি বয়স বাড়ে !
রোজগার অমিল,চাকরী নাই -
সখারা হতাশ, শূন্য কামাই !


বাঁশী ! পায়ে করি গড়, জানাই ,
আর কখনো বাজিস না, তাই !
সে কদম গাছ, হয়েছে শেষ -
জমুনাতে চর ,পড়েছে বেশ !
নেই ছায়াশীতলতা আর সবুজ ,
বাঁশী ! তোর ভাষা, আজ অবুঝ !


কেন ধরাস, মনেতে জ্বালা ?
অনেক কানাই, এখন মেলা !
পাল্লা দিয়ে, নকলে সে বাঁশী ,
বাজে চারিধার- অনেক বেশী !
মোহন বাঁশী, আর বাজিস না -
দোহাই, দোহাই, করি মানা !


(ইং-১৭-১১-২০১৭)