তার সাধনা,-তপে কাল লীন
সুখ আশায় কাটায় দিন
সুধী সে ধরেও মহাগুণ
শত চেষ্টায় পায় না শকুন ।
কত ত্যাগ, শৈশব জীবন
তবু আসে না শুভক্ষণ
জীবনে পোড়ায় কত খড়-কাঠ ,
তার ভবিষ্যৎ শূন্য ,ফাঁকা মাঠ ।


আজ, বাঁচিতে আশ্রয় কার ,
কেন ভাগ্যে- এ হেন সমাচার ?
সুখে-বিজ্ঞ, ধনী ,ক্ষমতাবান -
কোথায় আজ দেশ প্রধান ?
কেহ খায় সোনার থালে ,
কেহ অভুক্ত, কাদা জলে
খোঁজে শালুক, গুললি ,
খুদায় কাতর, পেট জ্বলে ।


আর কতো দিন আরো…
এভাবে বাঁচবে পরাণ
নেই কী উপায় ক্ষুধার ত্রাণ ,
কেহ কি বলতে পারো ?


(১০-০৭-২০২১)
শকুন > শান্তি ,
গুগলি > গেঁড়ি , ছোট শামুক জাতীয় প্রাণী ।