সত্যবাণী, সত্যের হয় জয় ,
সত্য কখনো মুছিবার নয় !
পৃথিবী ঘোরে, প্রমাণিত হয় ,
চরিতার্থ, গ্যালীলিওর বেলায় ।


কঠোর নির্যাতনে অন্ধকারায় ,
সত্য কথা বলায়, প্রাণ যায় !
সাড়ে চারশত বছর আগে ,
গ্যালিলিও জানায়, দৃঢ়বাকে ।


ঘুরে ধরা, করে সূর্য প্রদক্ষিণ -
তাই ওঠে সূর্য ,পূবে প্রতিদিন ।
মানেনি তখন অবুঝ মানব !
এখন সত্য স্বীকারে ,সে সব ।


সম্রাট বিক্রমাদিত্যের সভার -
আর্যভট্ট এক নবরত্ন যে তাঁর ,
জানায় পৃথিবী ঘোরে, সূর্য-নয় !
তাঁকেও যন্ত্রণা পোহাতে হয় ।


(ইং-১৫-০২-২০১৮)
(বাকে > বাক্যে)
মহান দার্শনিক, বৈজ্ঞানিক, দূরবীনের আবিষ্কারক ।
গ্যালীলিও-এর জন্মদিবস –(ইং-১৫-ফেব্রুয়ারী ১৫৬৫) ।
তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ ।