কিছু আছে গণতন্ত্র সরকার
তার কার্য কলাপ- সচরাচর -
আচার-বিচার-সদাচার, আধার ,  
কুত্তার লেজের রূপ যেন সাকার !


কত না কাজের বিচিত্র দমক্ষম ,
এককাজ প্রতিবছর করে হরদম !
অস্থায়ী কাজের ধরণ জমজমাট -
স্থায়ী চেহারা পায় না ,রাস্তাঘাট !


প্রতিবার বাড়ুক তার কাজের হার ,
বরাদ্যে প্রচুর যে টাকার দরকার !
ওরা বাজেট বৃদ্ধিতে অতি সতেজ –
বারবার সিধা করে কুকুরের লেজ !


দূরগামী অপকর্ম, যেন তার ধর্ম -
শ্রমিক শক্তিরে, বোঝে তার মর্ম ৷
ঐ জিন্-টা করে যে কাজ মেলা ,
তবু তার জীবন কাটে হেলা-ফেলা !


আলাদীন কাজ করায় প্রতিদিন  
লেজ সিধায় ব্যস্ত থাকে জিন্ !
লেজটি হয় না সিধা, রেখায় সরল
জিনের কাজ চলে হেথা- অনর্গল !


(ইং-২৩-০৬-২০১৭)
আলাদীন > সরকার , জিন্ > শ্রমিক ৷