অহরহ ভাবনা, নিজ মঙ্গল চাই
কর্ম করা কী উচিত যাচ্ছেতাই ?
জানায় অজানায় কত কি ঘটে ;
দৃশ্য, দৃশ্যমান অতি বিদকুটে ।


সুখের লাগি, কাটিল জঙ্গল
গড়ে অপরূপ রম্য রং-মহল ,
কলকারখানা, বন্দর, রাস্তাঘাট -
খেলার চত্তর, ময়দান-মাঠ ।


লোকালয় সৃষ্টি হাজারে হাজার
গড়ে উঠিল অসংখ্য হাট-বাজার ,
মহাশহরে ভিড়, দূষিত বায়ু
প্রচণ্ড দূষণে কমে পরমায়ু ।


নেই আর সে সুখ- চিরবসন্ত
চাহিদার ভুখ, অসীম-অনন্ত ।
লোভ-মোহ-ভোগ তার তালে
সুখ ক্ষণস্থায়ী, জন কপালে ।
জঙ্গল কমে, আগে বাড়ে না-
সামনে বিপদ ঘোর অজানা ।


(ইং-১১-০২-২০১৯)