স্বর্গটা সুন্দর চিরতরে সুখের নিবাস
সেথাও রাজনীতি, সুরাপান-সোমরস
রাজনর্তকী -অপ্সরা, নন্দন কানন ,
পারিজাত, কামধেনু ,মণি-কাঞ্চণ,
সবে মুক্ত স্বাধীন কেউ কারো করে না বশ
অতি ভাল না লেশ মাত্র কারো সর্বনাশ ।


তবে- অপোগণ্ড, তিনমাথা, মেলা ভার
সেথাও সুখ ভোগে ছাঁটা-ছাঁটা মান্যবর ,
নিয়মে হেরাফেরি হ’লে নরকবাস
সর্বকাজে উচ্চবর্গের বড়ো সুযশ ।


স্কুল-আদলত নেই, না কলকারখানা
ঘাম না ঝরিয়ে, ইচ্ছে মত মেলে খানা ।
ময়লা ফেলার না ডাস্টবিন -
পয়ঃপ্রনালী তারও ব্যবহার ক্ষীণ ,
মোটকথা স্বর্গে মহাতপা-ত্যাগী ভরে
ওঠা যায় উপরে, অশেষ কৃচ্ছ্র সাধন সেরে ।
পুস্তকে আছে প্রমাণ নানা মতের নানা -
বড়ো প্রতর্ক এখানে, তা’ বিজ্ঞান মানে না ।


প্রতর্ক > সন্দেহ, অনুমান, বিচার ।
অপোগণ্ড > শিশু । তিনমাথা > বৃদ্ধজন ।
(১৫-০১-২০২১)