আদিকালকে গণনা করা কিছু কল্পনার ,
সঠিক আয়ুর খবরটা, কে দেবে ধরার ?
সৃষ্টির আদিমানব, রাখে নি সাক্ষ্য প্রমাণ ,
ছিল না তখন এতটা,- বিজ্ঞানের জ্ঞান ।


অজ্ঞানতায় ভরা ছিল আচারে কলুষ ,
দুর্যোগ ও ব্যাধিজ্বরে, ভুগিত মানুষ ।
যুদ্ধ-বিগ্রহ, খুন-খারাবা, সম্পদ হরণ ,
মানব-ই ঘটাত মহাব্যাধি- নিজ মরণ ।


দূর-সুদূর সভ্যতার বসতবাটীর স্থান
ছিল তারা একে অপরে বেশ অনজান ।
ভূমিকম্প, উল্কাপাত, দাবানল যতো
অহরহ জড়িয়ে রোগে তারা শেষ হত ।


এসেছে আজ জানার সে কারণ-সময় ,
হড়প্পা, মহেনঞ্জোদাড়ো ,সভ্যতার ক্ষয় ।
মহামারি রোগ তো ছিল না,- করোনা ?
সে ভয়ংকর ! অন্য নামে,তা’ অজানা ?


দ্রষ্টব্য-> হড়প্পা আর মহেনঞ্জোদাড়ো সে সব উন্নত সভ্যতার অবলুপ্তি, কোন রোগ জীবাণুর সংক্রমণ ও তো হতে পারে ? সে ভাবনা নিয়ে কাব্য “সংশয়” প্রকাশ ।
(ইং-২৮-০৩-২০২০)