সংসার জুড়ে ব্যাপক এক ষড়যন্ত্র
লাভ ও মুনাফা, বণিকের মন্ত্র ,
অদৃশ্য এক আইন বলে
সংসারে বণিকের নীরব শোষণ চলে ।
হাতেগনা সংখ্যায় তাঁরা
কি অদ্ভূত তার নীতির- ধারা !
শাসকের পৃষ্ঠপোষকতায়
গরীব পিষ্ট হয় শোষণ যাঁতায় ।


১লা-মে , অসীম রক্তক্ষয়ি সংগ্রামে
শ্রমিক কিছু অধিকার ছিনিয়ে আনে -
কিন্তু হায় ! আশ্বাস পায় না ভরসায় ,
শাসকের পথ, পুঁজিতন্ত্রী ভাবধারায় ।
ঘনাচ্ছে , পুনঃ সে কালো দিন
শ্রমিক আরো বেশি-বেশি ঘর্ম ঝরায় ,
অভুক্ত মুখ ,কষ্টে বুক করে চিন-চিন ।


(০১-০৫-২০২২)
মে দিবসে , সমস্ত কবি ও সুহৃদ জনে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ।