হাওড়ার ব্রিজে বসে, একপাখি ফিঙে-
নীচে দেখে যান-বাহন,কত-কত রঙে !
ভাবে আমিই বড়ো, তাই সবার উপরে ,
এমনি ভাবনা ফিঙে, হৃদয়ে ভরে ৷


একদা, তার পুচ্ছটা উঁচু নীচু করে -
দেখে ব্রিজটা বেশ, দোলে আর নড়ে !
বাঃ, চমৎকার !পুনঃ-পুনঃ পুচ্ছ নাড়ায়-
কত না মজা পায়, ব্রিজটি দোলায় !


এবার সে যায় ট্রাফিক পিলারে ,
শিস দেয় এক বার খুব করে জোরে ৷
হঠাৎ সব যান থামে ! কাতারে-কাতারে ,
আবার শিস দেয় কিছুক্ষণ পরে -
সব ভিড় তুরন্ত যায় বুঝি সরে ,
আহ্লাদে আটখানা, তার অন্তর জুড়ে !


এবার সন্ধ্যায়, সে আসে ঘরে ফিরে ,
দেখে, বাসা নেই! ওড়ে সামান্য ঝড়ে !
ভাবে হায় ! সে এতো পারে -
কেবল বায়ুর সাথে শুধু সে হারে ?


(ইং-৩১-০৫-২০১৭)