অজ্ঞ আর বিজ্ঞ দু’টো ভিন্ন মেরু
জীবনে স্থিরতায় বিজ্ঞের জীবন শুরু,
কে বড়ো কে ছোট, বোঝা বড়ো দায়
কখনো ব্যতিক্রমী দৃশ্য দেখা যায় ।


নিজকে গড়তে অর্থসম্পন্ন, করে প্রযত্ন
কখনো বিজ্ঞ বুঝেও সমাজ করে উচ্ছন্ন ।
নিজ মঙ্গলের দিনলিপি ভরা খাতা
অজ্ঞের কাজ সামনে খোলা পাতা ,
অনেক সময় বিপদে মহাঝুকি নিয়ে
সে অজ্ঞ ডুবন্তকে আনে বাঁচিয়ে ।
বিজ্ঞ সে গভীর জলের মাছ
হিসেব মিলিয়ে করে প্রতিটি কাজ ।


ভরা বিজ্ঞ তবু সর্বদেশে বাড়ছে সুরক্ষা
বাড়ে অস্ত্র-সৈন্য, পুলিশ, কোর্ট-কাছারী ,
দিনমজুরী, সাফাইকর্মী, সমাজ করে রক্ষা ।
তাই, অজ্ঞরে অজ্ঞ মানা, এ- এক বিমারী ।


(০৭-০১-২০২২)
বিমারী > রোগ ।