একদা ছিল তার বুদ্ধির বিকাশ
আজ আবদ্ধ ঘরে সে, পাতিহাঁস ,
বন পাহাড় সাগর করিত পার -
এখন একঘরে, গৃহে বন্ধন তার ।


পুকুরে চরে, আট-দশ স্বজন ,
ঐ তো ঘরসংসার ওরাই আপন -
সদা আলাপে একই হাঁড়ির কথা ,
খুদ-কুঁড়ো-পান্তা, নয় অন্যথা !


সেথা আসে এক পরদেশী হাঁস ,
পাতিহাঁসকে করে সে পরিহাস !
ওড়, সাথে চল, যাব সেথায় -
ঐ মান সরোবর, হিমালয় মাথায় !


পাতিহাঁস বলে, ওখানে সুখ নাই ,
কত যে শ্রান্তি, এখানেতে পাই ।
ভাঙা মালসায় পান্তা ফ্যান জল ,
খাই পেট পুরে, সন্ধ্যা সকাল ।


তবু ছাড়ে না বিদেশী হাঁস ,
বলে, চলো- ঐ নীল আকাশ !
পাতিহাঁস ওড়ে,-পারিল না ,
ওড়ায়, কমজোর তার ডানা !
থেকে-থেকে বদ্ধ একঘরে ,
তার বিকাশ গেছে ঝরে !
এই তো পরাধীন জীবন-স্থিতি -
তার রুদ্ধ হয়েছে ওড়ার গতি !
সবই ছিল একদিন, শক্ত পাখা ,
আজ পাতিহাঁস শূন্য ! মুক্ত সখা ।


(ইং- ১০-০৭-২০১৭)